রাউজানে পবিত্র “কুরবানির ফাযায়েল ও মাসায়েল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

আরো ইসলামিক চট্টগ্রাম সারাদেশ
শেয়ার করুন...

আসন্ন” প্রবিত্র ঈদুল আজহা” উপলক্ষে বুধবার (৬ জুন) রাউজানের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান “আরবীয়া ফয়জুল উলুম কান্দি পাড়া মাদ্রাসা” প্রাঙ্গনে মাদ্রাসার শিক্ষকদের উপস্থিতিতে পবিত্র “কুরবানির ফাযায়েল ও মাসায়েল” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসার নির্বাহী পরিচালক হযরত মাওলানা ক্বারী শহীদুল্লাহ্ সাহেব। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, হযরত মাওলানা ফোরকান, হযরত মাওলানা আবদুল গফুর আজিজী, হযরত মাওলানা ক্বারী খলিলুল্লাহ, হযরত মাওলানা শওকত, হযরত মাওলানা নুর হোসাইন, হযরত মাওলানা আবদুল্লাহ, হযরত মাওলানা হাফেজ মোজাহিদুল ইসলাম, হযরত মাওলানা হাফেজ আরিফুল ইসলাম, হযরত মাওলানা আতাউল্লাহ বোখারী, হযরত মাওলানা নুর মোহাম্মদ, হযরত মাওলানা আলমগীর,
হাফেজ মুহাম্মদ তাহছিন মারুফ ও হাফেজ মুহাম্মদ আরফাত সোলাইমান এর সঞ্চালনায় “বিষয় ভিত্তিক”বক্তব্য রাখেন” আরবীয়া ফয়জুল উলুম মাদ্রাসার” কিতাব বিভাগ, হেফজ বিভাগ এবং নাজেরা বিভাগের” ছাত্রবৃন্দ।
বাংলা” বিষয় ভিত্তিক” বক্তব্য পেশ করেন, হাফেজ মুহাম্মদ আরফাত সোলাইমান, হাফেজ মুহাম্মদ তাহছিন মারুফ, আতিকুল্লাহ চৌধুরী, হাফেজ মুহাম্মদ ওমর ফারুক, জিয়াদ আহমেদ, হাফেজ আবু তালেব, হাফেজ মোরশেদ, হাফেজ ইমতিয়াজ, হাফেজ রাশেদু আলম, হাফেজ নুরউল্লাহ, মাহমুদুল হাসান মক্কী, এহসান, মকসুদুল হক, ফয়জুল্লাহ, জাহেদ, বায়েজিদ, এনাম।
ইসলামী সংগীত পরিবেশ করেনঃ মুহাম্মদ ফয়সাল, হাফেজ মুহাম্মদ সাকিবুল ইসলাম,এনাম, মকসুদুল হক, হাফেজ মুহাম্মদ তাহছিন মারুফ, কেরাত পরিবেশন করেন, ওয়াহিদুজ্জামান, ইব্ররাহীম, নুর উল্লাহ৷
পরে পুরষ্কার বিতরনের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়৷

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.