যোদ্ধের ডামাঢোল; ইউক্রেনের ৪০ ও রাশিয়ার ৫০ সেনা নিহত

আন্তরজাতীক আন্তর্জাতিক পরিবেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ চলমান রাশিয়া- ইউক্রেন সংঘর্ষে দুই পক্ষের মধ্যেই হতাহতের খবর আসতে শুরু করেছে। বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) বিকেল ৫টা পর্যন্ত দুই পক্ষ মিলে অন্তত ১০০ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে ৯০ জনই সামরিক বাহিনীর সদস্য।
আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, এ পর্যন্ত ইউক্রেনের ৪০ জন সামরিক ও ১০ জন সাধারণ এবং রাশিয়ার ৫০ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। ইউক্রেনের সামরিক বাহিনীর পক্ষ থেকে দাবি করা হয়েছে, রুশ বাহিনীর ৫০ সেনা নিহত হয়েছে। রাশিয়ার ছয়টি উড়োজাহাজও ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন।
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বুধবার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে টেলিভিশনে দেয়া ভাষণে ঘোষণা দেন, তিনি ইউক্রেনে ‘বিশেষ সামরিক অভিযানের’ অনুমোদন দিয়েছেন। এরপর ভোর থেকে ইউক্রেনের রাজধানী কিয়েভসহ বিভিন্ন শহরে বড় বড় বিস্ফোরণ ঘটতে থাকে। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনী তার দেশে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.