বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) প্রত্যুষে কুমিল্লার লাকসাম কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শহীদের প্রতি শ্রদ্ধার সাথে সাথে দিবসটি পালনের সূচনা হয়৷ পরে লাকসাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস অনুষ্ঠিত হয়েছে। জাতীয় পতাকা উত্তোলন ও শান্তির প্রর্তীক পায়রা উড়িয়ে দিবসটি উদযাপন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার এ.কে.এম সাইফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা পরিষদ চেয়ারম্যান এড.ইউনুছ ভূঁইয়।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, পৌর মেয়র অধ্যাপক আবুল খায়ের, উপজেলা ভাইস-চেয়ারম্যান মহব্বত আলী, লাকসাম থানা অফিসার ইনচার্জ মেজবা উদ্দিন ভূঁইয়া, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান পড়শী সাহা, পৌর কাউন্সিলর, ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা, সাংবাদিকসহ আওয়ামী অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ও প্রশাসনিক কর্মকর্তা বৃন্দ৷
উল্লেখ্য এড. এড. রফিকুল ইসলাম হিরার তত্ত্বাবধায়নে ১১ থেকে ১৬ ডিসেম্বর ৬ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী পালিত হয়েছে৷ এছাড়াও বিজয় দিবসে বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসায় দিবসটি পালিত হয়েছে৷