যথাযগ্য মর্যাদায় লাকসামে জাতীয় শোক দিবস পালিত

কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

লাকসাম প্রতিনিধিঃ ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা কুমিল্লার লাকসামে পালিত হয়েছে৷
সকাল ১০ টায় লাকসাম মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে মধ্যদিয়ে কার্যক্রর শুরু হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. ইউনুছ ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নেতৃত্বে উপজেলা পরিষদ, মেয়র অধ্যাপক আবুল খায়েরের নেতৃত্বে পৌর প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, পুলিশ প্রশাসন, আওমীলীগের অঙ্গ সংগঠনসহ অনেকেই পুষ্পস্তবক অর্পণে করেন৷
এরপর বেলা ১১টায় উপজেলা মিলনায়তন হতে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া, লাকসাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া, লাকসাম প্রেস ক্লাব আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়৷
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বস্ব এলাকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.