লাকসাম প্রতিনিধিঃ ১৫ আগস্ট মহান স্বাধীনতার স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ট বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদা কুমিল্লার লাকসামে পালিত হয়েছে৷
সকাল ১০ টায় লাকসাম মুক্তিযোদ্ধা ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণে মধ্যদিয়ে কার্যক্রর শুরু হয়৷
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল আলমের নেতৃত্বে উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক এড. ইউনুছ ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরার নেতৃত্বে উপজেলা আওয়ামীলীগ, ভাইস চেয়ারম্যান মহব্বত আলীর নেতৃত্বে উপজেলা পরিষদ, মেয়র অধ্যাপক আবুল খায়েরের নেতৃত্বে পৌর প্রশাসন, বীরমুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধি, পুলিশ প্রশাসন, আওমীলীগের অঙ্গ সংগঠনসহ অনেকেই পুষ্পস্তবক অর্পণে করেন৷
এরপর বেলা ১১টায় উপজেলা মিলনায়তন হতে জাতির পিতার ৪৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষ্যে ভার্চুয়াল প্লাটফর্মে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া, লাকসাম সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া, লাকসাম প্রেস ক্লাব আলোচনা সভা ও দোয়ার আয়োজন করা হয়৷
এছাড়াও আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা স্বস্ব এলাকায় আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে শোক দিবস পালন করেন।