মোংলার চাঁদপাই ইউনিয়নে উন্মুক্ত বাজেট ঘোষণা

অর্থনীতি খুলনা সারাদেশ
শেয়ার করুন...

মোংলা সংবাদদাতাঃ মোংলার চাঁদপাই ইউনিয়ন পরিষদের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২২- ২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে।

রবিবার (২৯ মে) সকাল ১০ টায় চাঁদপাই ইউনিয়ন পরিষদ চত্বরে এলাকার মান্যগণ্য ব্যক্তিদের উপস্থিতিতে এ বাজেট ঘোষণা করেন ইউপি সচিব বিকাশ চন্দ্র বিশ্বাস। এর আগে বাজেট উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউপি চেয়ারম্যান মোল্লা মোঃ তারিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কমলেশ মজুমদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মকবুল হাছান,
উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি পিযুষ কান্তি মজুমদার, চঁদপাই মেসেরসাহ্ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্বদেশ মন্ডল, ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক মোঃ আজিজুর রহমান, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য রোকন হাওলাদার, প্রমুখ।
বক্তারা বলেন, এর আগে ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণায় স্থানীয়রা জানতো না, কিন্তু এবার উন্মুক্ত সবার অংশগ্রহণে এ বাজেট ঘোষণা করা হয়েছে। এ বাজেট স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত ইউনিয়ন পরিষদ গঠনে ভূমিকা রাখবে।

এ সময় ইউনিয়নের রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা বৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ওয়ার্ডের সকল ইউপি সদস্য, সাংস্কৃতিক ব্যক্তি এলাকার গণ্যমান্য সুধীজন উপস্থিত ছিলেন।
বার্ষিক ২০২২-২৩ অর্থ বছরের উন্মুক্ত বাজেটে রাজস্ব ও উন্নয়ন সম্ভাব্য আয় ৩ কোটি ৭৩ লক্ষ ৬ হাজার ৯’ শো ৪০ টাকা এবং ব্যয় ৩ কোটি ৭২ হাজার ৬৬ হাজার ৭’শো ২০ টাকা ধরে গ্রামীণ অবকাঠামো উন্নয়নের জন্য বাজেট ঘোষণা করা হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.