মোঃ আল আমিন, মাধবপুর প্রতিনিধি
১৬ই ডিসেম্বর, মহান বিজয় দিবস।এই দিনটি বাঙালি জাতির শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।বীরের জাতি হিসেবে আত্মপ্রকাশ এবং পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামক একটি স্বাধীন ভূখণ্ডের নাম জানান দেয়ার দিন আজ।
১৯৭১ সালের এই দিনে নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর, ত্রিশ লাখ শহিদের রক্ত এবং দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে বিজয় অর্জন করে বাংলাদেশ।
দিবসটি উপলক্ষ্যে জাগরণ আইডিয়াল একাডেমির পক্ষ থেকে এক আলোচনা সভা ও বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।
এ সময় স্কুলের শিক্ষকমন্ডলী,অভিভাবকবৃন্দ,বিভিন্ন সমাজ সেবকবৃন্দ,ছাত্র-ছাত্রী সহ প্রমুখ।