মাদক সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ গঠনে জাতীয় পার্টি অঙ্গিকার বদ্ধ — এ্যাড জহিরুল হক

আরো পরিবেশ রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

সাঈদ ইবনে হানিফ
মাদক সন্ত্রাস দুর্নীতিবাজ ঘুষখোর সহ নানা অপকর্মে আচ্ছাদিত হয়ে দেশের সমাজ ব্যাবস্থা আজ চরম বিবর্যিত । একটি দেশের রাষ্ট্রীয় অবকাঠামো কতটুকু উন্নত সমৃদ্ধ ন্যায়পরায়ন এবং শক্তিশালি তা নির্ভর করে সমাজ ব্যাবস্থার উপর । একশ্রেণির মানুষ রাজনৈতিক প্রভাব কে কাজে লাগিয়ে পরিবারে এবং সমাজে অশান্তির বিষ ছড়াচ্ছে । এদের কে চিহ্নিত করে আমাদের স্বচেতন হওয়া প্রয়োজন। আজকে আমাদের প্রত্যান্ত এলাকার সমাজের দিকে তাকালে আগামীদিনের ভবিষ্যৎ, প্রত্যাশার আলো আমাদের যুবসমাজের যে অধঃপতন দেখতে পায় তা আমাকে চরমভাবে আহত করে । এজন্য আগামীদিনে একটি মাদক, সন্ত্রাস মুক্ত শান্তিপূর্ণ সমাজ ব্যাবস্থা এবং মেধাসম্পন্ন সমৃদ্ধ জাতি গঠনে জাতীয় পার্টি অঙ্গিকার বদ্ধ । ১২ অক্টোবর সন্ধায় বাঘারপাড়া উপজেলার (বি,জি,আর) মডেল স্কুল প্রাঙ্গণে জাতীয় পার্টির কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা ও আইন বিষয়ক সম্পাদক এবং যশোর ৪ আসন থেকে মনোনয়ন প্রত্যাশি এ্যাড, জহিরুল হক জহির । সাবেক ইউপি সদস্য মোঃ ঈমান আলী মোল্লার সভাপতিত্বে, এই কর্মী সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঘারপাড়া উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ আক্তারুজ্জামান তরফদার, অভয়নগর উপজেলা (জাপা) সদস্য সচিব সিকদার আবু সাঈদ, জাতীয় পার্টির যশোর জেলা যুব-বিষয়ক সম্পাদক সৈয়দ বাবুল আক্তার, বাঘারপাড়া উপজেলা সংগঠনিক সম্পাদক রুহুল আমীন, বি,জি,আর মডেল স্কুলের প্রধান শিক্ষক, আবু বক্কার ছিদ্দিক, ৬ নং ওয়ার্ডের সহ-সভাপতি মোঃ মশিয়ার রহমান, প্রমূখ ঃ সভা পরিচালনা করেন, জাতীয় যুব-সংহতির সোলাইমান হোসেন ।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.