মহানবী (সাঃ)কে নিয়ে অবমাননাকর মন্তব্যের প্রতিবাদে রায়শ্রীতে বিক্ষোভ মিছিল

ইসলামিক খুলনা সারাদেশ
শেয়ার করুন...

বিশেষ প্রতিনিধিঃ
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির ২ শীর্ষ নেতা কর্তৃক পৃথিবীর সফল ও শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ (সা.) সম্পর্কে কুরুচিপূর্ণ ও বিতর্কিত মন্তব্য করার প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার রায়শ্রী গ্রামের মুসলিম তৌহিদী জনতা।

শুক্রবার (১৭ই জুন) জুমার সালাত শেষে বিক্ষোভ মিছিলটি রায়শ্রী বাজার থেকে শুরু করে গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রায়শ্রী টাওয়ার মার্কেটে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে আবদুল মজিদ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো.সালাউদ্দিন গাজী এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ও সমাবেশ শেষে দোয়া পরিচালনা করেন রায়শ্রী দক্ষিন পাড়া নূর মোহাম্মদ ভূঁইয়া বাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব রায়শ্রীর কৃতি সন্তান হযরত মাওলানা শেখ মিজানুর রহমান।

আরো বক্তব্য রাখেন রায়শ্রী শেখ বাড়ী জামে মসজিদের খতিব হযরত মাওঃআবদুল আউয়াল ফয়সাল,রায়শ্রীর সন্তান সাংবাদিক মো.শাহ আলম ভূঁইয়া ও ছাত্রনেতা আশিকুর রহমান।

এ ছাড়াও বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক শেখ সিরাজুল ইসলাম,হাফেজ নুরুল ইসলাম,হাফেজ মো.হাবীব মোল্লা,জহিরুল ইসলাম, বাবুল মিয়াজী,হেলাল উদ্দিন,মহসিন আলম,হানিফুর রহমান, ১নংওয়ার্ড ওলামালীগ সভাপতি আবুল খায়ের মোল্লা,ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, নাসির হোসেন, ছাত্রনেতা মহিন উদ্দিন,শ্রমিকনেতা এরশাদ মিয়া,যুবলীগ নেতা রহমত ভূঁইয়া,ছাত্রনেতা তানভীর হোসেন, মনির হোসেনসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ ও প্রায় ৫ শতাধিক ইসলাম প্রিয় তৌহিদি জনতা।

বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, ভারতের উগ্রবাদী বিজেপি হিন্দুত্ববাদী সরকার এবং তাদের নেতৃবৃন্দরা প্রায়ই মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে কটূক্তি করে এবং মুসলিমদের অবমাননা করে কথা বলে, আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি।

পৃথিবীর সকল মুসলিমদের আহবান জানাই তারা যেন এক হয়ে ভারতসহ যে রাষ্ট্রই এমন আচরণ করবে তাদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণ করে।

বিশ্ব মুসলিম এক হয়ে ইসলাম ধর্ম অবমাননাকারী,নবী মোহাম্মদ(সঃ) কে অবমাননাকারী, পৃথিবীতে অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়ায়।

এছাড়াও বক্তারা বলেন, মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ভারতের বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও নবীন জিন্দাল যে মন্তব্য করেছেন তা ন্যাক্কারজনক। মুসলিম প্রধান দেশ হিসেবে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অবশ্যই ভারত সরকারের এ কর্মকাণ্ডে নিন্দা জানাতে হবে এবং ভারত রাষ্ট্রদূতকে তলব করে এর প্রতিবাদ জানাতে হবে।

ভারতের সরকারদলীয় নেতারা প্রত্যক্ষ ও উদ্দেশ্য প্রনোদিত ভাবে ইসলামকে অবমাননা করে রাসুল (সা.) কে নিয়ে কটুক্তি করেছে আমরা এই নাস্তিক মোরতাদদের অনতিবিলম্বে জনসম্মূখে ফাঁসি চাই।

শুধু ভারতে নয়, বিশ্বের অনেকগুলো দেশে এ ধরনের কর্মকাণ্ড বেড়ে গেছে। আমরা সেই সব ঘটনার নিন্দা জানাই।এমনকি বাংলাদেশের সংসদে দাঁড়িয়েও একজন অপরিপক্ক সাংসদ শেখ তন্ময় পবিত্র কোরআনে উল্লেখ্যিত জিহাদ শব্দ নিয়ে বিতর্ক করে কোরআন অবমাননা করেছে। ধর্মীয় জ্ঞানহীন এই জ্ঞানপাপীকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে এবং দ্রুত তার সংসদ সদস্যপদ স্থগিত করতে হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.