ভারতের বিজেপি মুখপাত্র নূপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী (স:) এবং হযরত আয়শা (রাঃ) সম্পর্কে কটূক্তির প্রতিবাদে ও রাষ্ট্রীয়ভাবে নিন্দা জানানোর দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছেন কদমতলা কলেজ জলিশা, দুমকী, পটুয়াখালী এর শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী।
বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০ টায় কলেজের কলেজ চও্বরে এ কর্মসূচি পালন করেন শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী। পরে একটি বিক্ষোভ মিছিল বের করে কলেজ থেকে কদমতলা বাজার পর্যন্ত প্রদক্ষিণ শেষে কলেজের শহীদ মিনারে সামনে সমবেত হন তারা।
একাদশ শ্রেণীর শিক্ষার্থী আব্দুলা আল বাকি বলেন, “তোমরা আমাদের মারো-কাটো কিছুই বলবোনা, কিন্তু কোন কুলাঙ্গার আমাদের প্রাণের নবীকে নিয়ে কোন কটুক্তি করলে শক্ত হাতে তার জবাব দিব।”
দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী হাফেজ মোঃ রাসেল ভারত সরকারকে নির্দেশ করে বলেন, “নুপুর শর্মা ও জিন্দালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড দিয়ে মুসলমান প্রানের নবীর অবমাননের শাস্তি দ্রুত কার্যকর করেন৷ অন্যথায় মুসলমানরা আপনাদের বয়কট করবে।”
সকলের প্রতি শান্তি বজায় রাখার অনুরোধ জানিয়ে কদমতলা কলেজের শিক্ষক মোঃ জামাল হোসেন বলেন, “অনতিবিলম্বে নুপুর শর্মা ও নাভিল জিন্দালের গ্রেপ্তার করে সর্বোচ্চ শাস্তি কার্যকর করার জন্য ভারত সরকারকে চাপ দেওয়ার জন্য বাংলাদেশ সরকারকে অনুরোধ করছি। ”
ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মওলানা মোঃ অহিদুজ্জামান বলেন, “আজকে আমরা রাসুল (সাঃ) এর প্রতি ভালবাসা থেকেই রাস্তায় নেমেছি। আমাদের প্রানের নবীর আপমান কোন ভাবেই মেনে নিব না। কটুক্তি কারিদের নিন্দা জানাচ্ছি। সংসদের প্রতি অনুরোধ ভারত সরকারকে দ্রুত নুপুর শর্মা ও নাভিল জিন্দালের জন্য নিদ্রা প্রস্তাব প্রেরণ করুন। “