‘ভাতের বিনিময়ে পড়াতে চাই’ ফেসবুকের সেই যুবক এখন পুলিশের হেফাজতে

অর্থনীতি আইন-অপরাধ তথ্য প্রযুক্তি পরিবেশ রংপুর শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

অনলাইন ডেস্কঃ ‘দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ বগুড়ার সেই আলমগীর কবিরকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে।

বুধবার (২ ফেব্রুয়ারি) দুপুরে জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছেন।
সুপার সুদীপ কুমার চক্রবর্তী জানিয়েছে, আলমগীর কবিরকে চাকরি দেওয়া হবে। তবে কোথায়, কোন পদে চাকরি দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি।
উল্লেখ্য, আলমগীর কবির নামের ওই যুবক বগুড়ার জহুরুল নগর এলাকার বিভিন্ন জায়গায় ‘শুধুমাত্র দুবেলা ভাতের বিনিময়ে পড়াতে চাই’ প্রথম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত এমন লেখা পোস্টার সাঁটিয়ে দেন। এরপর তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পেজেও দেন। সেই পোস্টটি ভাইরাল হয়। অন্যদিকে দেশি মিডিয়া ছাড়াও তার পোস্টটি নিয়ে আন্তর্জাতিক মিডিয়াতেও নিউজ করা হয়।

সূত্রঃ আর টিভি


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.