মোঃ শাকিল আহমেদ, বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনা উপজেলার ঐতিহ্যবাহী বুকাবুনিয়া ইউনিয়নের আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার সকাল ১১ টায় দিনব্যাপি এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বামনা উপজেলা নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা। উদ্বোধক ছিলেন বরগুনা জেলা বিএনপির সাবেক সহ সভাপতি, সাবেক চেয়ারম্যান, বামনা উপজেলা বিএনপি আহবায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা।
বিদ্যালয়ের এ্যাডহক কমিটির সভাপতি মো: কামাল হোসেনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বামনা থানা অফিসার ইনচার্জ মোঃ হারুন অর রশীদ হাওলাদার, বামনা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ এনায়েত কবির হাওলাদার, উপজেলা বিএনপির আহবায়ক সদস্য ও বামনা প্রেসক্লাব সভাপতি গোলাম কিবরিয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক রায়হান নাজির ধলু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মনিরুল হক শোয়েব, বুকাবুনিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো: আফজাল হোসেন মোল্লা,ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সরকারি বামনা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক মো: সুজন মিয়া, বুকাবুনিয়া ইউনিয়ন ছাত্রদল আহ্বায়ক মোঃ খোকনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, অভিভাবক ও দর্শকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সঞ্চালক ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন চ্যাটার্জি।পরিশেষে অতিথি ও বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়েছে।