মোঃ শাকিল আহমেদ, বামনা ( বরগুনা) প্রতিনিধিঃ
ঘূর্ণিঝড়সহ প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলা পরিষদ হলরুমে আলো আজ সোমবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা হয়।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি” এই প্রতিপাদ্য বিষয় কে সামনে রেখে বরগুনার বামনায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৫ ইং পালিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১ টায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অফিসের আয়োজনে, দিবসটির শুরুতে উপজেলা পরিষদের চত্বর থেকে একটি র্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের চত্বরে এসে শেষ হয়।
বামনা উপজেলার নির্বাহী অফিসার মোসা: নিকহাত আরা এর সভাপতিত্বে এ আলোচনা সভায় বক্তব্য রাখেন, বামনা থানার অফিসার ইনচার্জ মো: হারুন অর রশীদ হাওলাদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো: তরিকুল ইসলাম, বামনা প্রেসক্লাব সভাপতি আবু নাসের সিদ্দিক কিবরিয়া, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বৃন্দ, বামনা বনিক সমিতির সাধারণ সম্পাদক মোঃ রায়হান নাজির ধলু বুকাবুনিয়া ইউনিয়ন যুবদলের আহবায়ক মোস্তাফিজুর রহমান মাসুম প্রমুখ। জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস প্রতি বছর ১০ মার্চ পালিত হয়।