বানারীপাড়ায় সড়ক দুর্ঘটনায় অকালে ঝড়ে গেলেন ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায়

পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ মৃত্যু অমোঘ, চিরন্তন । মৃত্যুর কোন বয়স কিংবা সিরিয়াল নেই। তারপরেও কিছু মৃত্যু পাখির পালকের মত হালকা আর কিছু মৃত্যু পাহাড়ের চেয়েও ভারী। বানারীপাড়ার ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায়ের মৃত্যু যেন পাহাড়ের ভারীকেও হার মানিয়েছে । আত্মীয়-স্বজন, প্রতিবেশী,সহপাঠি,বন্ধু-প্রিয়জন সবাইকে শোক সাগরে ভাসিয়ে সদা হাসোজ্জ্বল,সদালপী,পরোপকারী ও বিনয়ী সুদর্শন টকবগে যুবক সুশান্ত রায় (২৭) সড়ক দুর্ঘটনায় চির অচেনার দেশে পাড়ি জমিয়েছেন। একটি দুর্ঘটনা পরিবারসহ সবাইকে সারা জীবনের কান্নার ক্ষেত্র তৈরী করে দিয়েছে। ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দুপুরে বানারীপাড়া-স্বরূপকাঠি সড়কের মাছরং ব্রিজে এ মর্মান্তিক দূর্ঘটনা ঘটে। এতে ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) নিহত ও ইজিবাইক চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। নিহত সুশান্ত রায় বানারীপাড়া সদর ইউনিয়নের আলতা গ্রামের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বন্দর বাজারের মৎস্য ব্যবসায়ী সুধীর রায়ের ছেলে। লেখাপড়ার পাশাপাশি সুশান্ত রায় বন্দর বাজারে বাবার ব্যবসা প্রতিষ্ঠান ( মৎস্য আড়ৎ) পরিচালনা করতেন। তার এ বছর বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ে ভর্তি হওয়ার কথা ছিল। জানা গেছে, সোমবার ( ১৬ ডিসেম্বর) দুপুরে পাশর্^বর্তী স্বরূপকাঠি উপজেলার কুনিয়ারী এলাকা থেকে বানারীপাড়ায় আসার পথে মাছরং ব্রিজের ওপর বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ব্যটারিচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ইজিবাইক যাত্রী ডিপ্লোমা প্রকৌশলী সুশান্ত রায় (২৭) ও চালক রাকিব (২৮) গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে আশংকাজনক অবস্থায় সুশান্ত রায়কে বরিশাল শেবাচিম হাসপাতালে রেফার করা হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৯টার দিকে সুশান্ত রায় মারা যায়। মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের পারিবারিক শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। সড়ক দুর্ঘটনায় সদালপী ও বিনয়ী সবার প্রিয়জন সুশান্ত রায়ের মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারে বইছে শোকের মাতম।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.