বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত

আইন-অপরাধ আরো পরিবেশ বরিশাল সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় থানা পুলিশের উদ্যোগে শান্তি ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ ডিসেম্বর) সকালে থানা চত্বরে অফিসার ইনচার্জ ( ওসি) মো. মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা পুলিশ সুপার মো. বেলায়েত হোসেন। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এস. শরফুদ্দিন আহমেদ সান্টু। সমাবেশে এছাড়াও বক্তব্য রাখেন বরিশাল জেলা সহকারি পুলিশ সুপার ইকরামুল আহাদ, সোনাবাহিনীর ক্যাপ্টেন শেখ জুবায়ের শুভ,বানারীপাড়া উপজেলা বিএনপির আহবায়ক মো. শাহ্ আলম মিঞা,সাবেক সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির সদস্য গোলাম মাহমুদ মাহবুব মাস্টার,বানারীপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ আফরোজা বেগম.উপজেলা ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের সভাপতি মাওলানা মোহাম্মদ শিহাবউদ্দিন,উপজেলা জামায়াতের আমির অধ্যাপক মো. খলিলুর রহমান শাহাদাত,পৌর বিএনপির সদস্য সচিব মো. হাবিবুর রহমান জুয়েল,বন্দর বাজার ব্যবসায়ী উজ্জ্বল কুন্ডু প্রমুখ। সমাবেশে বক্তারা বানারীপাড়া উপজেলায় শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবাইকে ঐক্যবদ্ধ ভূমিকা রাখার আহবান জানান। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সদস্য সচিব রিয়াজ উদ্দিন আহম্মেদ মৃধা, পৌর বিএনপির আহবায়ক আহসান কবির নান্না হাওলাদার,জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম,উপজেলা যুবদলের আহবায়ক সাব্বির হোসেন সুমন হাওলাদার, সদস্য সচিব মিজান ফকির, পৌর যুবদলের আহবায়ক মোহাম্মদ কাইয়ুম উদ্দিন ডালিম,সদস্য সচিব জাহিন খালাসী প্রমুখ। সমাবেশে রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্তিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.