বানারীপাড়ার অদম্য মেধাবী জুঁই’র ঢাবিতে চান্স পাওয়ার কৃতিত্ব অর্জন

আরো পরিবেশ বরিশাল শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

রাহাদ সুমন,বানারীপাড়া(বরিশাল)প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ার চাখারের ফাইজা জারিফ জুঁই ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পাওয়ার গৌরব অর্জন করেছেন। অদম্য মেধাবী জুঁই মঙ্গলবার (১১ জুন) ঢাবির “খ’ ইউনিটের সমাজবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছেন। তার বাবা জারিফ হোসেন হাবু বানারীপাড়ার চাখার ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের দড়িকর গ্রামের ইউপি সদস্যের দায়িত্ব পালণকালীন ২০২২ সালের ২৪ সেপ্টেম্বর লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান। পরে স্বামীর শূণ্য পদে জুঁইয়ের মা ফারজানা আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইউপি সদস্য নির্বাচিত হন। শিক্ষা সচেতন পরিবারে জুঁইয়ের বেড়ে ওঠা। তার দাদা প্রয়াত আব্দুল মালেক হাওলাদার চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন।
জুঁই কৃতিত্বের সঙ্গে ২০২১ সালে চাখার ওয়াজেদ মেমোরিয়াল বালিকা মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে এসএসসি ও ২০২৩ সালে চাখার সরকারি ফজলুল হক কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসসি পাশ করেন। বাবার অকাল মৃত্যুতে পরিবারে অর্থাভাব থাকলেও অদম্য মেধা, ইচ্ছে শক্তি, ও নিরলস অধ্যবসায় জুঁইয়ের সাফল্যের চাবিকাঠি। কোচিং কিংবা প্রাইভেট পড়ার সুযোগ না পেয়েও নিজ প্রচেষ্টায় জুঁই এ কৃতিত্ব অর্জন করেছেন। তাকে নিয়ে পরিবার ও এলাকাবাসী গৌরবান্বিত। পিতার অবর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যয়বহুল লেখাপড়া নিয়ে দুঃশ্চিন্তা থাকলেও অদম্য মনোবল জুঁইয়ের। এসব জয় করেই সে উচ্চশিক্ষা অর্জন করতে চায়। এ প্রসঙ্গে আবেগাপ্লুত জুঁই বলেন, বাবা আজ বেঁচে থাকলে সবচেয়ে বেশী খুশি হতেন। তার শূণ্যতা প্রতিটা মূহুর্ত অনুভব করছি। দাদা ও বাবার আদর্শকে ধারণ করে যেন সুশিক্ষিত আদর্শবান মানুষ হয়ে দেশ ও জাতির কল্যাণে অবদান রাখতে পারি সেজন্য সবার দোয়া কামনা করছি।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.