রয়েল দত্ত, রাউজান প্রতিনিধি
বাংলাদেশ হোমিওপ্যাথিক পরিষদ রাউজান শাখার উদ্যোগে মাসিক উচ্চতর প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৮ শে জুন শুক্রবার নোয়াপাড়া উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে হোমিওপ্যাথিক ঔষধ সাসাপেরিলা বিষয়ে এই মাসিক উচ্চতর প্রশিক্ষণ সেমিনার অনুষ্ঠিত হয়। ডা.রতন কুমার শীল এর সভাপতিত্বে ও বাহোপ রাউজান উপজেলা শাখার সাধারণ সম্পাদক ডা.শেখর ঘোষ আপন এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাহোপ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডা.মৃদুল কান্তি দে, বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন ডা.আবদুর রহমান , ডাঃ ছালেহ জাহাঙ্গীর, ডাঃ মোহাম্মদ আব্দুর রাজ্জাক, ডাঃ সাকিনা আক্তার লাকি, ডাঃ আফ্রোজা আক্তার,ডাঃ আফরোজা হাবিব। বক্তব্য রাখেন ডাঃ শুভাশীষ দাশ, ডাঃ এম. এম. দিদারুল আলম। ডাঃ আজাদ খান ডাঃ অধীর বড়ুয়া, ডাঃ মিজানুর রহমান প্রমুখ। প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ পূর্বা দত্ত গুপ্তা।