বামনা (বরগুনা) প্রতিনিধি :
বরগুনা জেলার বামনা উপজেলার ২০২৫ সেশনের জন্য বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির উপজেলা শাখার সভাপতি, সেক্রেটারি ও বায়তুলমাল সম্পাদক মনোনয়নের মাধ্যমে নির্বাচন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে বামনা উপজেলা জামায়াতে ইসলামীর অফিসে ছাত্রশিবিরের উপজেলা শাখার সকল সাথী ও কর্মীদেরকে নিয়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি হিসেবে হাফেজ মোঃ রবিউল হাসান রিমন ও সেক্রেটারি মো: জাফর হাসান মাহমুদ,বায়তুলমাল সম্পাদক মো: ইমন নির্বাচিত হয়েছেন। এসময় বরগুনা জেলা সভাপতি সুমন আব্দুল্লাহ, জেলা সেক্রেটারি হাসিবুর রহমান, জেলা বায়তুলমাল সম্পাদক হাফেজ ইছা, বামনা উপজেলা শাখার জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা সাইদুর রহমান, জামায়াতে ইসলামীর যুব বিভাগের আহ্বায়ক ডাঃ তালহা জোবায়ের উপস্থিতিতে সভাপতি, সেক্রেটারি ও বাইতুলমাল সম্পাদক মনোনয়নে নির্বাচিত হন।
২০২৫ সেশনের জন্য সকল সাথী ও কর্মীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি, সেক্রেটারি ও বায়তুলমাল সম্পাদক নির্বাচিত হন।