বগুড়া শেরপুরে স্কুলছাত্রীকে শ্লীলতাহানির বাধা দেয়ায় পা ভেঙ্গে দিলো কিশোর গ্যাং

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর(বগুড়া) প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে বিয়ে বাড়ী থেকে ফেরার পথে স্কুল ছাত্রীকে তুলে নিয়ে গিয়ে শ্লীলতাহানি চেষ্টায় বাধা দেয়ায় ছাত্রী ও তার সহযোগীসহ প্রতিবেশী এক নারীকে বেদম মারপিট করে স্বর্ণালংকার ও মোবাইল সেট ছিনতাইয়ের ঘটনা ঘটনায় কিশোর গ্যাং। গত ২০ আগস্ট শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর(তালবাগান) এলাকায় ঘটে। এ বিষয়ে ওই রাতেই অভিযুক্তদের বিরুদ্ধে শেরপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে ওই ছাত্রীর পিতা আছির উদ্দিন প্রাং।
জানা যায়, উপজেলার গাড়িদহ ইউনিয়নের মহিপুর গ্রামের আছির উদ্দিন প্রামানিকের স্কুল পড়ুয়া মেয়ে গত ২০ আগস্ট শনিবার তার বান্ধবীর বিয়ের দাওয়াত খেতে যান। ওইদিন রাত সাড়ে ৮টার দিকে তার বন্ধু রিয়াদকে সাথে নিয়ে বাড়ী ফিরছিল। এসময় তারা একই গ্রামের তালবাগান এলাকায় পৌছিলে পূর্ব থেকেই ওৎপেতে থাকা ১০/১২জনের কিশোর গ্যাং ওই ছাত্রীকে মুখ চেপে ধরে পাশের জঙ্গলের মধ্যে নিয়ে শ্লীলতাহানির চেষ্টা করে। এসময় ওই ছাত্রীর বন্ধু রিয়াদ প্রতিবাদ করলে তাকে বেদম মারধর করে। তাদের চিৎকারে আশেপাশের প্রতিবেশী আল-আমিনের স্ত্রী শিল্পী বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করে পা ভেঙে দেয় ওই কিশোর গ্যাং। পরে আশেপাশের লোকজন এগিয়ে আসলে কিশোর গ্যাং সদস্যরা ওই ছাত্রীর গলায় থাকা স্বর্ণের চেইন ও মোবাইল সেট ছিনতাই করে নিয়ে পালিয়ে যায়। এঘটনায় ওই ছাত্রীসহ তিনজন আহত হয়। পরে আহত শিল্পী বেগমকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে দেয় তার স্বজনেরা।
এ ঘটনায় ওই রাতেই ছাত্রীর পিতা আছির উদ্দিন প্রামানিক বাদী হয়ে কিশোর গ্যাংয়ের ৬জনের নামীয় ও অজ্ঞাতনামা কয়েকজনের বিরুদ্ধে শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ করে। নাম প্রকাশে অনিচ্ছুক হয়ে কয়েকজন এলাকাবাসীরা জানায়, ওই কিশোর গ্যাংয়ের সদস্যরা মাঝে মধ্যেই ছিনতাই, মারপিটসহ নানা অনৈতিক কর্মকান্ড ঘটিয়ে আসছে। তাদের ভয়ে অনেকেই মুখ খুলতে রাজী হয়না।
এ বিষয়ে শেরপুর থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) সনাতন চন্দ্র সরকার বলেন, এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনী ব্যবস্থা নেয়া হবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.