মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুর উপজেলার খামারকান্দি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের শুভগাছা গ্রামের স্বনামধন্য বিদ্যাপীঠ” শুভগাছা দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক অত্যন্ত নরম স্বভাবের একজন আলেমেদ্বীন মাওলানা আব্দুল আলিম (৬৫) চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে গত ২১ ডিসেম্বর রাত সাড়ে ৮টায় মৃত্যুবরণ করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। ২২ ডিসেম্বর রবিবার সকাল ১১ ঘটিকায় তার কর্মস্থল শুভগাছা দাখিল মাদ্রাসা মাঠে জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। এরপর শুভগাছার পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। এসময় উক্ত জানাযা ও দাফন এবং মাগফেরাত কামনায় উপস্থিত ছিলেন শেরপুর ধুনটের আসন্ন জাতীয় সংসদের এমপি পদপ্রার্থী শেরপুর উপজেলা জামায়াতের আমির আলহাজ্ব দবিবুর রহমান। এছাড়াও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেরপুর উপজেলার ট্রেড ইউনিয়নের সম্পাদক আবু রায়হান রবি, বিশিষ্ট ব্যবসায়ী ফজলুল করিম, গাড়িদহ ইউনিয়নের ৮ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি শাহিন আলম, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এবং সাংবাদিক আব্দুল গাফফার, সাংবাদিক ইফতেখার আলম,সাংবাদিক মিন্টু ইসলাম, মাদ্রাসার শিক্ষকসহ অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমানগণরা উপস্থিত ছিলেন।