বগুড়া শেরপুরে ফ্লাইওভার নির্মাণের দাবীতে ব্যবসায়ীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

পরিবেশ রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়া শেরপুরের ধুনট মোড় থেকে বাসস্ট্যান্ড হয়ে উপজেলা পর্যন্ত ফ্লাইওভার নির্মাণ করে নিরাপদ মহাসড়কের দাবীতে আগামী ১ লা ফেব্রুয়ারি ২০২৫ ইং তারিখে মানববন্ধন সফল করার লক্ষে শেরপুর শহরের স্থানীয় করতোয়া বাসস্ট্যান্ডস্থ মহাসড়ক সংলগ্ন ঐতিহ্যবাহী শেরশাহ নিউ মার্কেটের ৩য় তলায় ব্যবসায়ী সমিতির অফিসে ২৬ জানুয়ারি রবিবার সকাল ১১ টায় শেরপুরের সকল ব্যবসায়ী নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত মতবিনিময় সভায় শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আবুল কালাম আজাদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাসস্ট্যান্ড ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মাহবুবুল আলম হিরু বলেন শেরপুরে দুর্ঘটনামুক্ত এবং ব্যবসায়ী ও যাত্রীদের সকলের নিরাপদ যাত্রার পরিবেশ তৈরি করতে ফ্লাইওভার নির্মাণের প্রয়োজন এজন্য সকলেই ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এছাড়া ও খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, শেরশাহ নিউ মার্কেটের মালিক সমিতির সেক্রেটারি চঞ্চল মাহমুদ, উত্তরাপ্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি টুকু, শেরশাহ নিউ মার্কেট ব্যবসায়ী সমিতির সেক্রেটারি মুঞ্জু, বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল লতিফসহ গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.