মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুর উপজেলা পরিষদ কর্তৃক আয়োজিত, বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) অর্থায়নে বাইসাইকেল,সেলাই মেশিন ,ও ফুটবল বিতরণ করা হয়েছে। ৩০ মে বৃহস্পতিবার শেরপুর উপজেলার হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন জিহাদির সভাপতিত্বে
উক্ত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর ধুনট এর মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মজিবর রহমান মজনু। প্রধান অতিথি তার বক্তৃতায় বলেন শিক্ষার্থীদের উন্নয়নে অভিভাবকদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে কেননা আপনার সন্তান কি করছে পড়াশোনার কথা বলে তার জন্য অবিভাবকের খোঁজ খবর রাখতে হবে। এসময় শেরপুর উপজেলার নারী উদ্যোক্তাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, শেরপুর উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের দরিদ্র ও মেধাবী শিক্ষার্থী ছাত্র ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও ফুটবল বিতরণ করা হয়েছে। এছাড়াও বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে উপজেলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় কিশোর গ্যাং বন্ধে প্রতিটি পরিবার তাদের সন্তান কি করছে তা তদারকি নিজ দায়িত্বে করতে হবে বলে বক্তারা আলোচনা সভায় বলেন। এসময় বিশ্ব তামাকমুক্ত দিবস ও উক্ত বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাচন কর্মকর্তা জাকির হোসেন, উপজেলায় সহকারী কমিশনার ভূমি এস এম রেজাউল করিম,শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম রেজা, ইউপি চেয়ারম্যান জাহিদুল ইসলামসহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।