মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি: দুর্যোগ প্রস্তুতিতে লড়বো, স্মার্ট সোনার বাংলা গড়বো এই শ্লোগানে বগুড়ার শেরপুরে নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৪ পালিত হয়েছে। এ উপলক্ষ্যে শেরপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১০ মার্চ) সকাল ৯টায় শেরপুর উপজেলা চত্বরে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এরপরে শেরপুর ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন লাগলে নিভানোর বিষয়ে বিভিন্ন সতর্কতামুলক কৌশল শিখান এবং দেখান।
শেরপুর উপজেলা হলরুমে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব শাহজামাল সিরাজী। বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাড. গোলাম ফারুক, সাপ্তাহিক আজকের শেরপুর পত্রিকার সম্পাদক আলহাজ্ব মুন্সী সাইফুল বারী ডাবলু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শামছুন্নাহার শিউলী। এসময় শেরপুর উপজেলা মহিলা বিষয়ক বাস্তবায়ন কর্মকর্তা সুবির কুমার পাল, সচিব, সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।