
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরে উজান থেকে নেমে আসা পানি ও ভারী বর্ষণে করতোয়া নদীর পানি বেড়েছে। নদীর তীর উপচে পানি ঢুকে পড়ছে বসতবাড়িতে ফলে দুর্ভোগে অনেক পরিবার। বগুড়ার শেরপুর পৌরসভার দুটি মহল্লা ও গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামেসহ প্লাবিত হয় কয়েকটি গ্রাম। পানিবন্দী হয়ে অনেক পরিবার আশ্রয় নিয়েছে স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে। অধিকাংশ পরিবারই নিম্ন আয়ের। জানা গেছে গত শনিবার সন্ধ্যার পর থেকেই নদীর পানি বাড়তে থাকে। এতে গাড়িদহ ইউনিয়নের একটি গ্রাম ও পৌর শহরের দুটি মহল্লায় পানিবন্দী হয়ে পড়ে অন্তত শতাধিক পরিবার। শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের করতোয়া নদীতীরবর্তী ছোট ফুলবাড়ী গ্রাম ও শেরপুর পৌর শহরের উত্তর সাহাপাড়া ও পূর্ব ঘোষপাড়া মহল্লা পানিতে ডুবে গেছে। পানিবন্দী লোকজন জানান, অনেকের বাড়িতে গতকাল রাত থেকে পানি ঢুকে পড়েছে। শেরপুর সরকারি ডি জে হাইস্কুলে গিয়ে দেখা যায়, ১২টি পরিবার সেখানে আশ্রয় নিয়েছে। বগুড়া পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী নিবারণ চক্রবর্তী বলেন, ভারী বর্ষণের কারণেই করতোয়া নদীতে পানি বেড়েছে। গাড়িদহ ইউনিয়নের ছোট ফুলবাড়ী গ্রামের শফিকুল ইসলাম বলেন, নদী থেকে অনেক উঁচুতে তাঁদের বাড়ি। নদীর পানি উপচে সেই বাড়িতেও পানি ঢুকেছে। তাঁরা পরিবারের ছেলেমেয়েদের নিয়ে কোথায় আশ্রয় নেবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। এব্যাপারে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক খান বলেন, শেরপুরে পানি ঢুকে অনেক পরিবার পানিবন্দী হয়েছে। দ্রুত একটি তালিকা প্রস্তুত করে পরিবারগুলোকে সরকারি সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।