বগুড়ার শেরপুরে জামায়াতের উদ্যোগে মানবসম্পদ উন্নয়নমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

আরো পরিবেশ রাজনীতি রাজশাহী সারাদেশ
শেয়ার করুন...

মিন্টু ইসলাম বগুড়া প্রতিনিধি:
একজন দক্ষ জনশক্তি দেশ ও জাতির সম্পদ। আমাদের জনশক্তিদের যদি (skill Development ) দক্ষতা উন্নয়ন করতে পারি তাহলে দেশ দ্রুত এগিয়ে যাবে এবং টেকসই উন্নয়ন হবে নচেৎ দেশের জনশক্তি হবে দেশের উন্নয়নে বড় বাধা এ কথা গুলো বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বগুড়া অঞ্চল টিম সদস্য অধ্যাপক মোঃ নজরুল ইসলাম।
১০ অক্টোবর সকাল ৮ ঘটিকায় হামছায়াপুরস্হ জামায়াত কার্যালয়ে মানবসম্পদ বিভাগের শেরপুর উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল্লাহ আল মোস্তাফিধ নাসিম এর সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণ কর্মশালায় দারসুল কুরআন পেশ করেন বগুড়া জেলা পূর্ব সেক্রেটারি মাওলানা মানসুরুর রহমান।
উক্ত প্রশিক্ষণ কর্মশালায় ট্রেইনার হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন অধ্যাপক মোঃ তরিকুল ইসলাম, অধ্যাপক মোঃ মাহমুদ আলম, মোঃ সাইফুল ইসলাম। মোঃ রবিউল ইসলাম প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর বগুড়া জেলা পূর্ব নায়েবে আমির অধ্যাপক মোঃ আব্দুল বাছেদ , বক্তব্য রাখেন শেরপুর উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী মোঃ ইফতেখার আলম প্রমুখ।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন হতে প্রায় শতাধিক জনশক্তিদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয় এতে সমাজের বিভিন্ন অসংগতি দূর করতে সমাজের উন্নয়নে তারা কাজ করবে এবং একজন দক্ষ সমাজকর্মী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করে সমাজের উন্নয়নে তারা ভূমিকা রাখার চেষ্টা করবে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.