
মিন্টু ইসলাম শেরপুর বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শেরপুরের ছাতিয়ানী গ্রামে গ্যাস ট্যাবলেট খেয়ে আত্মহত্যা করেছেন আশিকুর রহমান আশিক (২৫), মো. আকবর আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (২৩ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে আশিক কোন এক দোকান থেকে গ্যাস ট্যাবলেট কিনে নিজ বাড়িতে খেয়ে। পরে তিনি বমি করতে থাকেন। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাকে দ্রুত বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। দীর্ঘ চিকিৎসার পর মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) ভোরে আশিকের মৃত্যু হয়।
স্থানীয়রা জানান, আশিক সম্প্রতি মানসিকভাবে কিছুটা আলাদা আচরণ করছিলেন। সব সময় মোবাইল ফোনে নিরিবিলি স্থানে কথা বলতেন এবং কিছুটা মনোমুগ্ধ বা মনমরা আচরণ করতেন। তবে কেন তিনি এই চরম পদক্ষেপ নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। আশিকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।