বকশীগঞ্জ (জামালপুর) থেকেঃ জামালপুরের বকশীগঞ্জে “তামাকমুক্ত পরিবেশ, সুস্বাস্থ্যে বাংলাদেশ ” প্রতিপাদ্য বিষয় নিয়ে ৩১ মে বিশ্ব তামাকমুক্ত দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে দিবসটি ১২ টায় একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুন মুন জাহান লিজার সভাপতিত্বে এসময় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আজিজুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আলমগীর আজাদ, ওসি (তদন্ত) আবদুর রহিম,উপজেলা পিআইও মো.মজনুর রহমান, বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলমগীর কবির আলমাছ , উপজেলা বণিক সমিতির সাধারণ সম্পাদক আবদুল হামিদ , উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জিএম ফাতিউল হাফিজ বাবু, সহসভাপতি রাজ্জাক মাহমুদ সহ উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
তামাক নিয়ন্ত্রণ আইন, তামাকের ব্যবহার রোধ, তামাক বিরোধী জনসচেতনতা সৃষ্টি করা , গণপরিবহন গুলোকে ধুমপান মুক্ত রাখা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।