পাকিস্তানের মসজিদে ভয়াবহ বিস্ফোরণে ৩০ জন নিহত, আহত ৫০

আইন-অপরাধ আন্তরজাতীক আন্তর্জাতিক ইসলামিক পরিবেশ প্রবাস
শেয়ার করুন...

আজ শুক্রবার পাকিস্তানের একটি মসজিদের ভেতরে শক্তিশালী বিস্ফোরণে অন্তত ৩০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অর্ধশত মানুষ।
ডনের খবরে বলা হয়েছে আহত এবং নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। পেশোয়ারের কোচা রিসালদারে মর্মান্তিক এ ঘটনা ঘটেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, হামলার ঘটনায় দুই হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তারা শহরের কিসা খোয়ানি বাজারের একটি মসজিদে প্রবেশের চেষ্টাকালে এর নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তাদের ওপর গুলি চালায়। এতে একজন নিহত ও আরেকজন গুরুতর আহত হন। এরপরেই মসজিদের ভেতরে বিস্ফোরণ ঘটে।
জিও নিউজ জানিয়েছে, শুক্রবার জুমার নামাজের সময় মসজিদটিতে আত্মাঘাতী হামলা চালানো হয়। পুলিশ ও নিরাপত্তা সদস্যরা ঘটনাস্থল ঘিরে রেখেছেন।
আহতদের উদ্ধার করে দ্রুত স্থানীয় লেডি রিডিং হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালটির এক মুখপাত্র জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।

image_pdfimage_print

শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.