
পর্তুগাল জাতীয় ক্রিকেট দলে খেলার গৌরব অর্জন করায় লাকসামের কৃতি সন্তান আহমেদ উল্লাহকে নাগরিক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) সন্ধ্যায় লাকসামের স্থানীয় একটি রেস্টুরেন্টে নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এলাকার সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাকসাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট বদিউল আলম সুজন। তিনি বলেন,
লাকসামের ফুটবল, ক্রিকেট ও সাংস্কৃতিক কর্মকাণ্ডকে এগিয়ে নিতে আহমেদ উল্লাহর মতো তরুণদের সাফল্য আমাদের অনুপ্রেরণা। তাকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিয়ে গিয়ে তরুণ প্রজন্মের সামনে উপস্থাপন করা গেলে তাদের মধ্যেও ক্রীড়ার প্রতি আগ্রহ আরও বৃদ্ধি পাবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লাকসাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি জাফর আহমেদ, লাকসাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক আল শারাহ, তরুণ কণ্ঠের সম্পাদক রফিকুল ইসলাম শান্ত, সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আব্দুর রহিম, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মিজানুর রশিদ, সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সেলিম চৌধুরী হিরা এবং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মো. আমজাদ হোসেন।
এছাড়া উপস্থিত ছিলেন প্রেসক্লাবের কোষাধ্যক্ষ হামিদুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহ নুরুল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হাসান, সদস্য নাজমুল ইসলাম, সাংবাদিক ইউনিয়নের প্রচার সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য জাহিদ আনোয়ার শান্ত প্রমুখ।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন লাকসাম প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক জি.এম.এস রুবেল এবং তত্ত্বাবধানে ছিলেন সাংবাদিক ইউনিয়নের মোহাম্মদ উল্লাহ।
বক্তারা আহমেদ উল্লাহর আন্তর্জাতিক সাফল্যের প্রশংসা করে বলেন, তার এই অর্জন লাকসামের ক্রীড়াঙ্গনের গৌরব বাড়িয়েছে। এ ধরনের কৃতি খেলোয়াড়দের উৎসাহিত করতে পারলে আগামী দিনে আরও প্রতিভাবান খেলোয়াড় সৃষ্টি হবে।
