কুবি প্রতিনিধিঃ
হলের পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলে ডাস্টবিন ব্যবহার উদ্বোধন করেন হলের প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান।
বুধবার (৩ আগস্ট) দুপুর সাড়ে ১২ টায় শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হলের সামনে এই ডাস্টবিন উদ্বোধন করেন।
এই সময় উপস্থিত ছিলেন শহীদ ধীরেন্দ্র নাথ দত্ত হল ছাত্রলীগের সভাপতি রাফিউল আলম দীপ্ত এবং সাধারণ সম্পাদক এনায়েত উল্লাহসহ আবাসিক শিক্ষার্থীবৃন্দ।
এসময় প্রভোস্ট ড. মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শৃঙ্খলার প্রথম ধাপ হলো পরিষ্কার পরিচ্ছন্ন থাকা। হলের পরিবেশ সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এই ডাস্টবিন দিয়েছি। প্রতিটি ফ্লোরে একটি করে ডাস্টবিন দেওয়া হয়েছে। পরবর্তী ঝুড়ি ডাস্টবিনগুলো দিব, যাতে শিক্ষার্থীরা হলের চারপাশে ময়লা আবর্জনা না ফেলে। এছাড়া আমরা এই ডাস্টবিনগুলো যথাযথ ব্যবহার করব।