দেলোয়ার হোসেন (লাকসাম) কুমিল্লা।
পবিত্র মাহে রমজান উপলক্ষে সপ্তাহের প্রথম দিন, ২ ঘটিকা থেকে ৬ ঘটিকা পর্যন্ত সপ্তাহের প্রথম এক দিন বিনা লাভে পন্য বিক্রয় করেন চেংগাচাল সোশ্যাল এন্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো)
শুক্রবার ২১ ফেব্রুয়ারি সকাল থেকে শুরু করে বিকেল অব্ধি এ কার্যক্রম চলছিল। প্রায় ২০জন ভলেন্টিয়ার মানবিক কাজে অংশগ্রহণ করেন। তারা সবাই বিনা পারিশ্রমিকে সেচ্ছাশ্রম দিয়েছেন বলেও জানা যায়। সকল শ্রেণীর মানুষের কেনাকাটার ব্যবস্থা ছিল এবং সুন্দর সুশৃংখলভাবে সম্পন্ন করেন কার্যক্রমটি। পুরো রমজান মাস সপ্তাহের প্রথম দিন ক্রয় মূল্যে বিক্রয় কার্যক্রম চলমান থাকবে বলেও জানান সংগঠনের সদস্যগন।
পণ্য সামগ্রীর মধ্যে ছিলো ৮ টি আইটেম যার মূল্য দেয়া হয়েছে খেসারি ১০৮ টাকা, চিনি ১১৫, রসুন ১১৫, পেঁয়াজ ৪০, ছোলা ৯৫, মুড়ি ৬৫, খেজুর ৯০, তেল ১৭০ টাকা হারে। ক্রয়মূল্যের উপর বিক্রয়ের কার্যক্রম চলবে পুরো রমজান মাস। এবং পণ্য বৃদ্ধির প্রয়াস হাতে রেখেছেন বলেও জানা যায়।
এ বিষয়ে এলাকাবাসী জানান এমন উদ্যোগ প্রতিটি এলাকায় জনপ্রতিনিধির নেওয়া উচিত এতে করে সাধারণ মানুষ অনেক উপকৃত হবে। এমন উদ্যোগ এলাকার আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলেও জানা যায়। পন্য ক্রয় করে জনমুখে স্বস্তির আভাস দেখা দিয়েছে এ কার্যক্রম পেয়ে আনন্দিত এলাকাবাসী।
সংগঠনের দপ্তর সম্পাদক এস.এ হৃদয় এ বিষয়ে বলেন রমজানের দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সাধারণ মানুষের কথা চিন্তা করে নিত্য প্রয়োজনীয় সামগ্রীগুলো সরাসরি মিল থেকে সংগ্রহ করে জনগণের নিকট বিনা লাভে বিক্রয় করার সিদ্ধান্ত নেন সোশ্যাল এন্ড ইউথ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (সাইডো)। রোজায় সাধারণ মানুষের দুঃখ কষ্ট ও নিত্য প্রয়োজনীয় ভোগ্যপণ্য বাজারের চেয়ে কম দামে কিনতে পেরে সবাই আনন্দিত। মানব সেবায় আমরা আমাদের সংগঠনের সকল সদস্যগন সর্বদা এগিয়ে থাকবো বলে বিশ্বাস করি।
সংগঠনটির সভাপতি ডাঃ মোঃ গাজী সালাউদ্দিন জানান বিভিন্ন কার্যক্রম তাদের হাতে রয়েছে এবং সাধারণ মানুষের কথা চিন্তা করে বিনা লাবে পণ্য বিক্রয় থেকে শুরু করে উন্নয়নমূলক সকল কর্মকান্ডে যেমন; শিক্ষা সামগ্রী প্রদান, চিকিৎসা সেবা, আর্থিক সহায়তা, এবং নানামুখী সামাজিক কার্যক্রমের মাধ্যমে সমাজের মানুষ যেনো উপক্রিত হয় সে বিষয়ে সর্বদা প্রস্তুত থাকবো। ভবিষ্যৎ পরিকল্পনা আমাদের হাতে রয়েছে বাস্তবতায়ন করতে সকলের এগিয়ে আসা প্রয়োজন।আমাদের পণ্য বিক্রয় কর্মসূচি প্রতি রমজান মাসে দরিদ্র মানুষের জন্য ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় কার্যক্রম চলমান থাকবে। মানবিক সংগঠনের সকল সদস্য সেচ্ছায় বিনা পারিশ্রমিকে সব সময় কাজ করে যাবেন বলেও জানা যায়।