হাওলাদার শরাফাতেরঃ
ভারতে মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে কটুক্তি করায় রবিবার বরিশালে আগৈলঝাড়া থানায় বাগধা ইউনিয়নে বাগধা আল-ইনসাফ সমাজকল্যাণ পরিষদের উদ্যগে পালিত হয়েছে জনসমুদ্রের দাবিতে মানববন্ধন ও বিক্ষাভ মিছিল। রবিবার সকাল থেকেই ব্যাবস্থা করার পরে আসর নামাজ আদায় করার জন্য হাজার হাজার জনগন ভিড় করে বরিশালের অন্যতম সনামধন্য প্রতিষ্ঠান বাগধা কওমি মাদ্রাসায়। নামাজ শেষ হলেই মাদ্রাসার পরিচালক মুফতি মুইনুল ইসলাম মানববন্ধনের মূল দাবি ও বিক্ষাভ মিছিলের দিক নির্দেশনা দিয়ে থাকেন।
বিশ্বনবীর অপমান সইবেনা আর মুসলমান। এমন দাবি নিয়ে স্লোগানে স্লোগানে শান্তিপূর্ণ মিছিল পরিচালনা করেন বাগধা ইউনিয়ন ব্যাপি হাজার হাজার জনগন। মুসলমানদের দাবি মহানবী হযরত মুহাম্মাদ (সঃ) কে নিয়ে কুরুচিপূর্ণ আলোচনাকারী সর্বচ্চ আইন মৃর্তূদন্ড দেওয়াহেক। দাবিতে দাবিতে স্লোগানে স্লোগানে আসর নামাজ থেকে মাগরিব নামাজ পর্যন্ত দঃ চাদত্রিশীর থেকে বাগধা কেন্দ্রীয় বাজার পর্যন্ত এ মিছিল হয়ে ফিরে আসেন গন্তব্য বাগধা কওমি মাদ্রাসায়। মাগরিবের নামাজের পূর্বেই মুনাজাতের মাধ্যমে মনববন্ধন ও বিক্ষোভ মিসিলের পরিসমাপ্তি ঘটে।