জাবেদ তালুকদার, নবীগঞ্জ প্রতিনিধিঃ হবিগঞ্জে নবীগঞ্জ উপজেলার বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) করাগাঁও ইউনিয়নের গুমগুমিয়া গ্রামের জগদীশ দাশের বাড়িতে বাস্তবায়নে সীমান্তিক সহযোগিতায় এসএমসি এবং ইউএসআইডি “নতুনদিন” কমিউনিটি মোবিলাইজেশন প্রোগ্রামের উদ্দ্যোগে মা সমাবেশ অনূষ্ঠিত হয়।
মা সমাবেশে দশজন মাকে পরিবার পরিকল্পনা, শিশুদের পুষ্টি, নিয়ে বিস্তারিত আলোচনা করা হয় ও মাতৃকালীন সময় এবং সন্তান জন্মগ্রহণ পরে শারীরিক সুস্থতা বিভিন্ন রোগ প্রতিরোধ নিয়ে বিস্তারিত আলোচনা করেন ছফিনা খাতুন।
মা সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সহকারি উপজেলা পরিবার পরিকল্পনা কর্মতকর্তা (AUFPO) নবীগঞ্জ, মনোরঞ্জন দাশ। এ সময় উপস্থিত ছিলেন, সীমান্তিকের হবিগঞ্জ ডিষ্ট্রিক লিডার শরীফ আল মজিল, ফিল্ড সুপারভাইজার ছফিনা খাতুন, প্রমূখ।
প্রধান অতিথি বক্তব্য কালে মনোরঞ্জন দাশ বলেন, মাদের কে ৬ মাস পর্যন্ত তাদের সন্তান দের কে শুধু মাত্র বুকের দুধ খাওয়ানোর জন্য এবং ৬মাস পর থেকে ৫ বছর পর্যন্ত মনিমক্সর খাওয়ার পরামর্শ দেন।