জাবেদ তালুকদার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকেঃ
নবীগঞ্জে জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় কামাল হোসেন (৩৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন এতে আহত হয়েছেন আরও ১০ জন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩১ আগষ্ট) সকালে। নিহত কামালের মৃত দেহ ছুরতহাল শেষে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে পুলিশ। আহতদের মধ্যে মামুন মিয়া (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে এবং বাকিদেরকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
স্থানীয় সুত্রে জানাযায়, নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর ইউপির আমড়াখাই গ্রামের মৃত আব্দুল খালিকের ছেলে নজরুল ইসলামের সাথে জমিজমা নিয়ে একই গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে বদরুল ইসলামের বিরোধ চলে আসছিল। এ নিয়ে উভয় পক্ষের মামলা মোকদ্দমাও রয়েছে। এ ঘটনায় গত কয়েক দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনাও বিরাজও করছিল। মঙ্গলবার (৩১ আগষ্ট) সকাল সাড়ে ৯ টার দিকে নজরুল ইসলাম তার দলবল নিয়ে বিরোধীয় জমিতে হালি ছাড়া রুপন করতে গেলে বদরুল মিয়া গংরা বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। উক্ত সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়। স্থানীয় লোকজন গুরুতর আহত বদরুল মিয়ার চাচাতো ভাই কামাল হোসেন (৩৮) কে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। অপর আহত মামুন মিয়া (৪০) কে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। বাকী আহত সাইফুল ইসলাম (২৮), মোস্তাকিম মিয়া (২৯) ও বদরুল মিয়া (২৪)কে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। অন্যান্য আহতদেরকে স্থানীয় ভাবে প্রাথমিক চিকিৎসা করানোর খবর পাওয়া গেছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ডালিম আহমদ বলেন, ঘটনার জানার সাথে সাথে পুলিশ মৃতদেহ উদ্ধার ও ছুরতহাল শেষে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরন করা হয়েছে। অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়া জড়িতদের গ্রেফতারের বিষয়ে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।