নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ শিক্ষা সারাদেশ
শেয়ার করুন...

অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও বার্ষিক পরীক্ষায় মানোন্নয়নে আলোচনা

লকসাম প্রতিনিধিঃ

লাকসামের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান নবাব ফয়জুন্নেছা ও বদরুন্নেছা যুক্ত উচ্চ বিদ্যালয়-এ অর্ধ-বার্ষিক পরীক্ষার ফলাফল বিশ্লেষণ ও আসন্ন বার্ষিক পরীক্ষায় উন্নত ফলাফল অর্জনের লক্ষ্যে ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৪ আগস্ট) বিকেলে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ কামাল হোসেন (হেলাল)। সভায় উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষানুরাগী মিজানুর রহমান সেলিম, জিল্লুর রহমান ফারুক, সাংবাদিক সেলিম চৌধুরী হীরাসহ শতাধিক অভিভাবক।

 

 

সভায় বক্তারা শিক্ষার্থীদের পড়াশোনায় ধারাবাহিক মনোযোগ ও শিক্ষকদের নিয়মিত তদারকির উপর গুরুত্বারোপ করেন। অভিভাবকরা বলেন, সুশৃঙ্খল পরিবেশে মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শিক্ষক-অভিভাবক যৌথভাবে কাজ করলে শিক্ষার্থীরা আরও ভালো ফলাফল করতে সক্ষম হবে।

সভায় আসন্ন বার্ষিক পরীক্ষার প্রস্তুতি, দুর্বল শিক্ষার্থীদের প্রতি বিশেষ নজরদারি এবং শিক্ষার্থীদের নৈতিক ও চারিত্রিক উন্নয়নের দিকেও আলোকপাত করা হয়।

অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষক ও কর্তৃপক্ষের এই উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *