হারুনুর রশিদ শেরপুর
শেরপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের ৪৭৯/২২ নং মামলায় অভিযুক্তদের গ্রেফতার ও বিচারের দাবীতে শনিবার বিকালে নকলা উপজেলার শিববাড়ী- তারাকান্দি সড়কের বারইকান্দি গ্রামে এক মানববন্ধন অনুষ্ঠিত হয় । মানববন্ধনে অভিযোগ করা হয়, গত ১৮ আগ্রষ্ট শুকবার বিকেলে নকলা উপজেলার ধনাকুশা গ্রামের জাহাঙ্গীর আলমের ঘরে প্রবেশ করে তার শিশু পুত্র নুর মাহিন(৭) কে একই এলাকার মাজম আলীর ছেলে হারেজ আলী(৪২) জোর পূর্বক বলাৎকারের চেষ্টা করে। এসময় শিশুটির আর্ত চিৎকারে আশে পাশের লোকজন এসে অভিযুক্ত হারেজআলী কে আটকের চেষ্টা করলেও তার অপর দুই সহযোগী তাকেছাড়িয়ে নিয়ে যায়। এসময় বলাৎকারের চেষ্ঠায় ব্যার্থ হয়ে হারেজ আলী ধারালো চাকু দিয়ে শিশুটিকে গুরুতর আহত করে। শিশুর পিতা বাড়িতে না থাকায় তার ফুফু শামছুন নাহার তাকে নকলা হাসপাতালে নিয়ে ভর্তি করেন । পরবর্তীতে শামছুন নাহার বাদী হয়ে শেরপুরের নারী ও শিশু দমন ট্রাইব্যুনালে শিশু ও নারী নির্যাতন দমন আইন ২০০৩ এর ৯(৪)/৩০ ধারা মোতাবেক পিটিশন মামলা নং ৪৭৯/২২ দায়ের করেন । মামলাটি বর্তমানে পিবি আই জামালপুরের তদন্তনাধীনে আছে । মানববন্ধনে জানানো হয় অভিযুক্ত আসামীরা গ্রেফতার না হওয়ায় বাদীকে মামলা প্রতাহারের জন্য বিভিন্ন ভাবে হুমকি প্রদান করছে ।