গোলাম রাব্বানী, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি পরিত্যক্ত জ্যোতি কোল্ড ষ্টোরেজ নামক একটি (হিমাগার) এর দেয়ালের ইট খসেপড়ে ঘটনাস্থলেই গরুবাহী এক ভুটভুটি চালকের মর্মান্তিকভাবে মৃত্যু হয়েছে। এসময় গরুবাহী ভুটভুটিতে থাকা দু’জন গরু ব্যবসায়ী আহত হয়, তবে তারা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন।
আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে
ভুটভুটিতে গরু নিয়ে চৌবাড়িয়া গরুর হাটে যাওয়ার পথে এদূর্ঘটনায় ঘটনাস্থলেই ভুটভুটি চালকের মৃত্যু হয়।
ঘটনাটি ঘটে নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি টু চৌবাড়িয়া রাস্তার পাশে ”জ্যোতি হিমাগার” নামক স্থানে।
নিহত ভুটভুটি চালক হলেন, মান্দা উপজেলার চককানু গ্রামের মজিবর রহমানের ছেলে মকলেছুর রহমান (৪৪)।
স্থানীয়রা জানান, গরু বোঝাই ভুটভুটি জ্যোতি কোল্ড ষ্টোরেজ এর কাছে আসার পরই দোতালার রেলিং এর ইট ধসে ভুটভুটির উপর পড়ে। এসময় ঘটনাস্থলেই ভুটভুটি চালক মকলেছুর রহমান এর মৃত্যু হয় এবং দুই জন আহত হোন। আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
মৃত্যুর সত্যতা নিশ্চিত করে মান্দা থানার অফিসার ইনচার্জ নূর-এ আলম সিদ্দিকী বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহত ভুটভুটি চালক মকলেছুর রহমানের মৃতদেহ স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে।