নওগাঁর মান্দায় ক্লিনিক-ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা

আইন-অপরাধ আরো রাজশাহী সারাদেশ স্বাস্থ্য
শেয়ার করুন...

গোলাম রাব্বানী, নওগাঁ থেকেঃ
নওগাঁর মান্দা উপজেলার লাইসেন্স নবায়ন না থাকা অস্বাস্থ্যকর পরিবেশসহ ও ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারকে ৮৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ বৃহস্পতিবার (২ জুন) দুপুর ৩ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সির নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

জরিমানাকৃত ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলো হলো একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার, বায়ু প্লাজ ডায়াগনস্টিক ও রোগমুক্তি ক্লিনিক ।

সহকারী কমিশনার (ভূমি) জাকির মুন্সি জানান, দুপুর ৩ থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত উপজেলার চারটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের অভিযান চালানো হয়।

লাইসেন্স নবায়ন না থাকাসহ ও ওষুধের মেয়াদ উত্তীর্ণ হওয়া এবং বর্জ্যের অব্যবস্থাপনার কারণে, একতা ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ১৫ হাজার,পপুলার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারকে ২০ হাজার, বায়ু প্লাজ ডায়াগনস্টিক সেন্টারের কাউকে না পাওয়ায় জরিমানা করা সম্ভব হয়নি ও রোগমুক্তি ক্লিনিক ৫০ টাকা জরিমানা করা হয়।

ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পরিবেশ সুন্দর রেখে রোগীদের সঠিকভাবে সেবা নিশ্চিত করা হয় এ জন্য এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাসনিম হুসাইন আরিফ স্যানিটারি ইন্সপেক্টর অলিপ গোবিন্দ সরকারসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.