রাঙামাটি সংবাদদাতাঃ
রাঙামাটিতে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় দৈনিক পার্বত্য চট্টগ্রাম ও পাহাড় টোয়েন্টিফোর ডট কম এর সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের এডিসি হিলের নিজের বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বুধবার সকালে তাঁকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন পুলিশ।
গ্রেপ্তার করতে যাওয়া কোতয়ালী থানার উপ-পরিদর্শক সাগর বলেন, উর্ধ্বতন মহলের নির্দেশে ওয়ারেন্ট আসামি হিসেবে ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে।
কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) কবির হোসেন বলেন, চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনাল থেকে একটি ওয়ারেন্ট আদালতের মাধ্যমে থানায় আসার পর দৈনিক পার্বত্য চট্টগ্রাম পত্রিকার সম্পাদক ফজলে এলাহীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে মামলার বিষয়ে তিনি তাৎক্ষণিক বিস্তারিত জানাতে পারেনি।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন এই বিষয়ে বলেন, মামলার বিষয়ে বিস্তারিত কিছু জানি না। আদালত থেকে একটি ওয়ারেন্টের প্রেক্ষিতে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জেলা প্রশাসক মিজানুর রহমান বলেন, আমি বিষয়টা জেনেছি। বিষয়টা নিয়ে খোঁজখবর নিচ্ছি আমি।