তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে বললেন সাংবাদিকেরা

আইন-অপরাধ আরো তথ্য প্রযুক্তি বিনোদন সারাদেশ
শেয়ার করুন...

অভিনেত্রী তানজিন তিশাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আল্টিমেটাম দিয়েছে বিনোদন অঙ্গনের সাংবাদিকেরা। এক সাংবাদিককে হুমকি দেওয়ায় রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনে মানবন্ধন করেছে টেলিভিশন, পত্রিকা, অনলাইন পোর্টাল ও রেডিওতে কর্মরত বিনোদন বিভাগের সংবাদকর্মীরা।

এসময় বক্তারা তানজিন তিশাকে উদ্দেশ করে বক্তারা বলেন, তানজিন তিশা আপনি নানা সময়ে সাংবাদিকের সঙ্গে বাজে আচরণ করেছেন। আপনার বিরোদ্ধে অভিযোগ রয়েছে অনেক। আপনার বিষয়ে আমরা সব জানি, এবার আপনার আপনি থামুন।

দুপুর আড়াইটায় শুরু হওয়া মানববন্ধন প্রায় ঘণ্টাখানেক ধরে বক্তব্য দেনে বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরা।

এর আগে সাংবাদিক মাজহারুল ইসলাম তামিমের বিরুদ্ধে সাইবার বুলিং এর অভিযোগ তোলেন অভিনেত্রী তানজিন তিশা। সোমবার এই অভিযোগ নিয়ে ডিবি কার্যালয়ে যান আলোচিত এই অভিনেত্রী। এছাড়া তামিমের সঙ্গে ফোনালাপে সাংবাদিকদের উড়িয়ে দিতে চাইলেও পরে ফেসবুকে ক্ষমা চেয়েছেন। কিন্তু সেই পোস্ট মুছে দিয়ে ডিবি অফিসের পথে হাঁটলেন।

তামিম আসলে কী বলেছিলেন তিশাকে? এ বিষয়ে দেশ রূপান্তুরের হাতে তিশার সঙ্গে তামিমের কথপোকথনের একটি স্ক্রিন শট এসেছে। যেখানে তামিম তার পরিচয় ও পদবী দিয়ে হোয়াটসঅ্যাপে টেক্সট করেন তিশাকে। এরপরে জানতে চান তিশা অ্যাবরশন করিয়েছেন, বিষয়টি মিডিয়ায় আলোচনা চলছে। তিশা প্রশ্ন শুনে অবাক হন। এরপর তামি বলেন, হ্যাঁ এমনটাই ছড়াচ্ছে আপনি এটা ছড়ানোর আগেই একটা স্টেটমেন্ট দেন প্লিজ।

ক্ষমা চেয়ে করা পোস্টটি মুছে ফেলার বিষয়ে এই অভিনেত্রী বলেন, আমি পোস্ট করার পর দেখি সেটা নিয়ে অনেক কথা হচ্ছে। ওই পোস্টের কারণে আমি বুলিংয়ের শিকার হচ্ছিলাম। এ জন্য পোস্টটি ডিলিট করে দিতে বাধ্য হয়েছি।

পরে তিনি বলেন, তামিম নামে বেসরকারি টিভি চ্যানেলের এক সাংবাদিক অডিও ফাঁস করেছে বলে অভিযোগ করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা। তিনি বলেন, আজকে আমি এখানে এসেছি শুধু লাস্ট কয়েক দিন ধরে সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি তাই।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.