ঝালকাঠি সংবাদদাতাঃ
ঝালকাঠির বাসন্ডা নদীতে জেলের নৌকা থেকে পরে হাসান নামের দের বছরের শিশু নিখোঁজ হয়েছে। তথ্য নিশ্চিত করেছে ৬ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল কুদ্দুস হাওলাদার।
নিখোঁজ শিশুটির বাবা মামুন সরদার বলেন, ‘সকাল সারে নয়টায় ঝালকাঠির বাসন্ডা নদীতে পেতে রাখা জাল তুলতে ছিলাম। নৌকায় আমার স্ত্রী সুমী বেগম এরং একমাত্র ছেলে হাসান ছিলো। ঘটনার সময় আমার সাথে স্ত্রীও নৌকায় জাল তুলতে ছিলো। নৌকার মধ্যেই খেলতে খেলতে হটাৎ বাচ্চাটি পানিতে পরে যায়।’
আরেকটি নৌকায় থাকা প্রতক্ষদর্শী জেলে সালমান সরদার বলেন, ‘শিশুটি ডুবে যাওয়ার সাথে সাথে ঐ নৌকায় থাকা ওর মা বাবা পালিতে লাফ দেয়। আমরা সবাই খোজ করি, কিন্তু বাচ্চাটি খুজে পাইনি।’
ঝালকাঠি ফায়ার সার্ভিসের ষ্টেশন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, ‘আমরা খবর পেয়ে সকাল পৌনে ১০ টায় ঘটনাস্থলে আসি ১০টায় বরিশাল নৌ-ফায়ার ষ্টেশন থেকে ৪ সদস্যের একটি ডুবুরীদল এসে সন্ধানকাজ শুরু করে। দুপুর তিনটা পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।’
উদ্ধার অভিযানে অংশ নেয়া ডুবুরী দলের সদস্য বেল্লাল হোসেন বলেন, ‘নদীর নীচের অংশে প্রচন্ড স্রোত থাকায় সন্ধান কাজে ব্যঘাত সৃষ্টি হচ্ছে।’ তবে বিকেলের পর শ্রোত কমলে সন্ধ্যান কাজে সুবিধা হবে বলেও জানান বেল্লাল।
আরেক জেলে অসীম সরদার বলেন, ‘৪ টি নৌকা নিয়ে মাছ ধরতে আমরা ১২জন ঝালকাঠিতে আসছি। আমাদের সকলের বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর গ্রামে। আমরা সবাই বেদে সম্প্রদায়ের লোক।