অন্তর্বর্তী সরকারের নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত ও সাংবাদিক মুশফিকুল ফজল আনসারী বলেছেন, জুলাইয়ে তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় বিজয়কে আগলে ধরেছে।
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ফেসবুক পোস্টে এ কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের লক্ষ প্রাণের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত এই বিজয় আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। কিন্তু সেই বিজয় যখন শৃঙ্খলের আঘাতে নত এবং ক্ষতবিক্ষত, তখন ২৪-র জুলাইয়ে আমাদের তাজাপ্রাণরা বুকচেরা রক্তধারায় এই বিজয়কে আগলে ধরেছে।
শহীদদের স্মরণ করে তিনি বলেন, বিজয়ের এই মহিমান্বিত দিনে, মনে পড়ে বীরশ্রেষ্ঠ হামিদুর, নূর মোহাম্মদ, মুন্সি আবদুর রউফদের বীরত্ব গাঁথা, আর স্বাধীনতার ঘোষণা দিয়ে রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়া সেদিনের বিজয়ী বীর মেজর জিয়া, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী। একই সঙ্গে ভেসে উঠছে আবু সাঈদ, মুগ্ধ, ফাইয়াজ এবং ইলিয়াস আলীর দ্রোহের দীপ্তিময় মুখ। একদিকে স্বাধীনতা অর্জনের বিজয় আমাদের জাতিসত্তার উন্মেষের প্রতীক, আর অন্যদিকে স্বাধীনতা রক্ষার সংগ্রামের বিজয়, আমাদের গৌরবময় অর্জনকে আগলে রাখার রক্তস্নাত অঙ্গীকার।
মুশফিকুল ফজল বলেন, আজকের এই দিনে আমাদের শপথ হোক-একটি উদার, গণতান্ত্রিক এবং বৈষম্যহীন রাষ্ট্র নির্মাণ। যে রাষ্ট্রে বিজয়ের সুফল ভোগ করবে সকল মানুষ, আর প্রতিটি প্রাণ হবে সমান মর্যাদার অধিকারী।
সবশেষ তিনি লিখেছেন- ‘যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা/ মৌন মলিন মুখে জাগালো ভাষা/ সাজি রক্তকমলে গাঁথা মাল্যখানি/ বিজয়লক্ষ্মী দেবে তাদেরি গলে।’ ‘অশেষ শুভেচ্ছা মহান বিজয়ের এই দিনে। মহান বিজয় দিবস অমর হোক!’