জামালপুরে ট্রেনের বগিতে আগুন

আইন-অপরাধ আরো রাজনীতি সারাদেশ
শেয়ার করুন...

হাফিজুর রহমান জামালপুর প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী রেলওয়ে স্টেশনে যমুনা এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শনিবার ১৮ নভেম্বর দিবাগত রাত ১টা ২০ মিনিটে ট্রেনটিতে আগুন দেওয়া হয়। ট্রেনটি স্টেশনে দাঁড়ানো ছিল।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। কে বা কারা এতে আগুন দিয়েছে তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

তালহা বিন জসিম জানান, ট্রেনে আগুনের সংবাদ পেয়ে দশ মিনিটের মধ্যে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এতে সহযোগিতা করছেন পুলিশ সদস্যরা। তিনটি বগিতে একসঙ্গে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
এ ঘটনায় তাড়াহুড়ো করে নামতে গিয়ে তিন জন সামান্য আহত হয়েছে। ট্রেনটি রাত ২টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল।

প্রসঙ্গত, রোববার ১৯ নভেম্বর থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে বিএনপি। একতরফাভাবে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতালের ডাক দেওয়া হয়েছে।
গত বৃহস্পতিবার ১৬ নভেম্বর বিকেলে ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, রোববার সকাল ৬টা থেকে মঙ্গলবার ২১ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশব্যাপী ৪৮ ঘণ্টার হরতাল ঘোষণা করছি।

এছাড়াও জামায়াতে ইসলামী ও সমমনা কয়েকটি দল রোববার থেকে টানা ৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.