জমি নিয়ে বিরোধ, বাবা ও ৪ বছরের মেয়েকে খুন করল প্রতিপক্ষ

আইন-অপরাধ পরিবেশ ময়মনসিংহ সারাদেশ
শেয়ার করুন...

জামালপুরের সরিষাবাড়ীতে বালু উত্তোলন সিন্ডিকেটের ভাগ-বাটোয়ারাকে কেন্দ্র করে একটি সংঘর্ষ তৈরি হয়। এতে প্রতিপক্ষের আঘাতে বাবা ও চার বছর বয়সী মেয়ের খুন হওয়ার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার ভোর বেলায় উপজেলার কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদী থেকে পুলিশ বাবা-মেয়ের লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য তাদেরকে জেলা মর্গে পাঠানো হয়।
নিহত ওই বাবার নাম আ: আজিজ। আর তার মেয়ে জান্নাত। তারা কামরাবাদ ইউনিয়নের বয়েসিং গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কামরাবাদ ইউনিয়নের বয়েসিং গ্রামের জালেক মন্ডলের ছেলে আ: আজিজ (৪৮) ও আজহার উদ্দীন সমর্থকদের মধ্যে বেশ কিছু দিন ধরে বিরোধ চলে আসছিল। ঘটনায় উভয় পক্ষের আদালতে মামলা চলছে। আ: আজিজ বুধবার আদালতে মামলার হাজিরা দিয়ে সন্ধ্যার পর বাড়িতে আসেন। মুহূর্তের মধ্যে প্রতিপক্ষ আজহার উদ্দিন গং সংবাদ পেয়ে আ: আজিজের বাড়িতে হামলা চালায়। এ সময় আ: আজিজ ও তার চার বছরের মেয়ে শিশু জান্নাতকে নিয়ে আত্মরক্ষার জন্য বাড়ি ছেড়ে পালানোর চেষ্টা করেন। কিন্ত পারেননি। পিছু নেয়া প্রতিপক্ষ আজহার উদ্দীন গং কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদীর পাড়ে আ: আজিজ ও তার মেয়ে জান্নাতকে ধরে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে বাবা-মেয়ের লাশ নদীতে ফেলে দেয় তারা।

নিহত আ: আজিজের স্ত্রী রত্না বেগম জানান, কী দোষ করেছিল আমার স্বামী ও একমাত্র শিশু মেয়ে জান্নাত (৪)। আজহার, আলমগীর, আলআমিন, গুধু, মোহাম্মদ, বাবু, সাগর, রুবেলরা আমার স্বামী ও মেয়ে জান্নাতকে পিটিয়ে হত্যা করেছে। আমি এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

অফিসার ইনর্চাজ (ওসি) রকিবুল হাসান জানান, বৃহস্পতিবার ভোরে সংবাদ পেয়ে কৃষ্টপুর ব্রীজ সংলগ্ন ঝিনাই নদী থেকে আ: আজিজ ও জান্নাতকে মৃত অবস্থায় উদ্ধার করে লাশ ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকা থেকে চারজনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকেই আজহার ও তার সমর্থকেরা পলাতক রয়েছে বলে জানা গেছে। থানায় মামলা প্রস্তুতি চলছে। সূত্রঃ নয়া দিগন্ত


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.