রাজবাড়ী সংবাদদাতাঃ
পদ্মা নদীতে জেলের জালে ধরা পড়লো বিশাল এক আদা মণ ওজনের কাতলা মাছ। মাছটি বিক্রি হয়েছে ত্রিশ হাজার টাকায়।
বৃহস্পতিবার (১৪ জুলাই) সকাল ১১ টার দিকে ৭নং ফেরি ঘাটের অদূরে পদ্মা নদীতে বিশাল আকৃতির একটি কাতলা মাছ ধরা পড়েছে সিরাজগঞ্জের জেলে বাবুল হলদার জালে। মাছটি ৬ নং ফেরি ঘাটে জাহিদ এর আড়ততে আসলে স্থানীয় মৎস্য ব্যাবসায়ী নুরু শেখ মাছটি ১হাজার ৪শত টাকা কেজি দরে মোট ২৮হাজার টাকা দিয়ে মাছটি কিনে নেয়। সে সময় উৎসুক জনতা একনজর মাছ টি দেখার জন্য ভিড় জমায়। পরে ১হাজার ৫শত টাকা কেজি দরে মোট ত্রিশ হাজার টাকায় মাছটি ঢাকার এক ব্যাবসায়ীর নিটক বিক্রি করেন।
গোয়ালন্দ উপজেলা সহকারি মৎস্য কর্মকতা রেজাউল শরীফ বলেন, নদীতে জোয়ার থাকায় এখন মাঝে মধ্যেই বড় বড় মাছ ধরা পড়ছে। এ সকল মাছ ফ্যাশন জালে ধরা পড়ে। এত বড় মাছ খেতে খুব-ই সুস্বাদু হয়।