জহুরুল ইসলাম হালিম, রাজবাড়ী থেকেঃ
রাজবাড়ী জেলার গোয়ালন্দে পদ্মা নদীতে ২৬ কেজি ওজনের একটি বাগাইড় মাছ ধরা পড়েছে।
মঙ্গলবার (৩১ মে) ভোরে পদ্মা নদীর ৭ নম্বর ফেরি ঘাটের অদূরে অসেল হালদারের জালে মাছটি ধরা পড়ে।
জানা যায়, দৌলতদিয়া পদ্মা নদীর ৭নং ফেরি ঘাটের অদূরে সোমবার দিবা গত ভোর রাতে জেলে অসেল হালদার ও তার সহযোগীরা মাছ ধরতে জাল ফেললে মঙ্গলবার ভোরের দিকে জাল তুলতেই দেখতে পায় বিশাল আকৃতির একটি বাগাইড় মাছ আটকা পড়েছে। এদিনই সকাল ৭টার দিকে মাছটি বিক্রয়ের জন্য দৌলতদিয়া ৬নং ফেরি ঘাটে আনোয়ার খাঁর আড়তে বিক্রয়ের জন্য আনলে সেখান থেকে উন্মুক্ত নিলামের মাধ্যমে সর্বচ্চ দরদাতা হিসেবে ৫নং ফেরি ঘাটের স্থানীয় মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা ১হাজার ২শ টাকা কেজি দরে মোট ৩১হাজার ২শ টাকা দিয়ে মাছটি কিনে নেন। এখন তিনি মাছটি বিক্রয়ের জন্য দেশের বিভিন্ন জায়গায় তার মুঠো ফোনে যোগাযোগ করছেন।
মৎস্য ব্যবসায়ী চান্দু মোল্লা বলেন, সকালে আমি খবর পাই যে, পদ্মায় অসেল হালদারের জালে একটি বড় সাইজের বাগাইড় মাছ ধরা পড়েছে। পরে আমি দ্রুত গিয়ে মাছটি ১হাজার ২শ টাকা কেজি দরে মোট ৩১ হাজার ২শ টাকা দিয়ে কিনে নেই। এখন মাছটি আমি ১৩শ টাকা কেজি দরে অথবা একটু কোম/ বেশি হলেও বিক্রি করার জন্য দেশের বিভিন্ন জায়গায় মুঠো ফোনে যোগাযোগ করছি।
তিনি আরো বলেন, অনেক দিন পর একটি বড় মাছ কিনলাম। বর্তমান পদ্মা নদীতে পানি কমে যাওয়ায় তেমন জেলেদের জালে মাছ ধরা পড়ছেনা। মাছটি কিনে নিজের কাছে ভালো লাগছে।
গোয়ালন্দ উপজেলা মৎস কর্মকর্তা (অ.দ.) রেজাউল শরীফ জানান, পদ্মা নদীর পানিতে থাকা বড় মাছ খুবই সুস্বাদু ও লোভনীয় হয়। এই সময়ে খুব একটা দেখা না গেলেও মাঝে মধ্যে বড় মাছের দেখা মিলছে। সাধারণ মানুষ কিনতে না পারলেও টাকা ওয়ালারা খবর পেলেই কিনে নেন। বড় মাছে জেলে ও ব্যবসায়ীরা ভালো দাম পেয়ে খুবই খুশি হন।