অনলাইন ডেস্কঃ এবার ইউক্রেনিয় সেনার পোশাক পরেই রাজধানী কিয়েভের দিকে প্রবেশ করেছে রুশ বাহিনী! কিয়েভ দখলে যাতে কোনো বাধার সম্মুখীন হতে না হয়, সেই কারণে এমন দুর্দান্ত কৌশল নিয়েছে রাশিয়া। আজ শুক্রবার ইউক্রেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রুশ বাহিনী ইউক্রেন সেনার বেশ কিছু সামরিক গাড়িকে কব্জা করেছে। এছাড়া নিজেদের পোশাক বদল ফেলে ইউক্রেন সেনার উর্দি পরে নিয়েছে।
এদিকে স্থানীয় এই সংবাদপত্র জানিয়েছে, রাশিয়ান বাহিনী ইউক্রেন সেনার দুটি সামরিক গাড়ি বাজেয়াপ্ত করেছে। ইউক্রেনিয় সেনার ইউনিফর্ম পরে নিয়ে তারা এবার কিয়েভের কেন্দ্রস্থলের দিকে এগোচ্ছে। তাদের পিছনেই রুশ সেনার সারি সারি লরি ইউক্রেনের দিকে এগোচ্ছে, উপপ্রতিরক্ষা মন্ত্রী এমনটাই জানিয়েছেন।
এর আগে গতকাল ইউক্রেনে আক্রমণ চালিয়েছে রাশিয়া। একদিন কাটতেই ছবির মতো সুন্দর ইউক্রেনের চারিদিকে ধ্বংসলীলার চিহ্ন। কালো ধোয়ায় ছেয়ে গিয়েছে চারপাশ, মুহুর্মুহু মিসাইল হানার শব্দে ভয়ে সিটিয়ে রয়েছে সাধারণ ইউক্রেনবাসী। এই অবস্থাতেও রাশিয়ান আগ্রাসন বেড়েছে, বরং কমেনি। সামরিক ক্ষমতায় ইউক্রেনের থেকে অনেকটাই এগিয়ে রাশিয়া তাই স্বাভাবিকভাবেই ‘সুপার পাওয়ার’-র আক্রমণে ইউরোপের এই ছোট দেশটি তছনছ হওয়ার মুখে।
আজ সকালেই রাজধানী কিয়েভের সীমানায় পৌঁছে গিয়েছিল রুশ সেনাবাহিনী। সেখানে দুই দেশের সেনার মধ্য ভয়ঙ্কর লড়াই শুরু হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোডিমির জ়েলেনস্কি জানিয়েছে এবার সাধারণ নাগরিকদের লক্ষ্য করতে পারে রুশ সেনা বাহিনী এবং সেখানে বোমা বিস্ফোরণের শব্দ শোনা যেতে পারে বলেই আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।
আজ শুক্রবার দিনের আলো ফোটার আগেই একের পর এক বিস্ফোরণ কেঁপে ওঠে ইউক্রেন। রাজধানীতে একের পর এক মিসাইল আঘাত হেনেছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রী দিমিত্রো কুলেবা জানিয়েছিলেন, ১৯৪১ সালে শেষবার নাৎসি জার্মানির আক্রমণে ইউক্রেনে এই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছিল। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের দিকে এখন গোটা বিশ্ব তাকিয়ে রয়েছে।