অনলাইন ডেস্কঃ
ইউক্রেনের রাজধানী কিয়েভে রবিবার (২৬ জুন) ভোরে চারটি বিষ্ফোরণের শব্দ শোনা গেছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
এএফপির এক সাংবাদিক জানিয়েছেন, নগরীর কেন্দ্রস্থলের কাছে একটি আবাসিক কমপ্লেক্সে এই বিস্ফোনের ঘটনা ঘটে। বিস্ফোরনের পর সেখানে ধূসর ধোঁয়া দেখা গেছে।
সকাল সাড়ে ছয়টার দিকে (গ্রীনিচ মান সময় ০৩৩০) এই বিস্ফোরনের ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে, দীর্ঘ সময় ধরে চলা যুদ্ধে রাশিয়ান সেনারা ইউক্রেনের মারিউপোলের পর এবার আরেকটি শহর পুরোপুরি দখলে নিয়েছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে বড় ভূমি সংঘাতের কারণে শনিবারও ইউক্রেনের পশ্চিম, উত্তর ও দক্ষিণ অংশে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা চালানোর অভিযোগ পাওয়া গেছে।
সেভেরোদোনেটস্কে এক সময় এক লাখের বেশি মানুষ বসবাস করতেন। সেটি এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। গত মাসে মারিউপোল বন্দর দখল করার পর থেকে এটি মস্কোর সবচেয়ে বড় বিজয় বলে ধারণা করা হচ্ছে।
জাতীয় টেলিভিশনে দেওয়া এক বক্তব্যে সেভেরোদোনেটস্কের মেয়র অলেক্সান্ডার স্ট্রিউক বলেন, শহরটি এখন রাশিয়ার দখলে। তারা এখন সেখানে তাদের নিজস্ব ব্যবস্থাপনা বাস্তবায়নের চেষ্টা চালাচ্ছে। সেভেরোদোনেস্কে কর্তৃপক্ষও নিয়োগ দিয়েছে মস্কো।