কানকিরহাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

আরো ইসলামিক চট্টগ্রাম শিক্ষা শিক্ষা সাহিত্য সারাদেশ
শেয়ার করুন...

মোঃ মনোয়ারুল হক, সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি: নোয়াখালী জেলার সেনবাগ উপজেলার কানকিরহাট বহুমুখী উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা সভা বিদ্যালয়ের হল রুমে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃইউনুছ পাটোয়ারী বাচ্চু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ ইউনুছ, অভিভাবক সদস্য গোলাম মোস্তফা, অভিভাবক সদস্য আবদুর রব মানিক, দাতা সদস্য মীর হোসেন মীরু, সভাপতি কানকিরহাট বাজার কমিটির তৌহিদ হোসেন, অভিভাবক সদস্য শরীফুজ্জামান, অভিভাবক সদস্য নুর নাহার, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য প্রমুখ।

দশম শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে থেকে পরীক্ষার্থীদের ফুল ও কলম দিয়ে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। এ সময় দশম ও বিদায়ী শিক্ষার্থীদের পক্ষ থেকে আলাদা আলাদা মানপত্র পাঠ ও বিতরণ করা হয়।

দোয়া শেষে উপস্থিত সকলের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি ও প্রধান শিক্ষক দুলাল চন্দ্র নাথের সমাপনী বক্তব্যের মাধ্যমে আলোচনা সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
অত্যান্ত সুন্দর ও প্রাণবন্ত পরিবেশের মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা সুসম্পন্ন করা হয়েছে।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.