রাজবাড়ীর গোয়ালন্দে এক ঘণ্টার জন্য প্রতিকী ইউএনওর দায়িত্ব পালন করেছেন স্কুলছাত্রী বাবলী আক্তার (১৬)।
শনিবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত এই দায়িত্ব পালন করে সে।
প্লান ইন্টারন্যাশনাল ও ন্যাশনাল চিল্ড্রেন টান্সফোর্সের (এনসিটিএফ) সহযোগিতায় স্থানীয় বেসরকারি সংগঠন কর্মজীবী কল্যাণ সংস্থা (কেকেএস) এ কার্যক্রমের আয়োজন করে।
বাবলী গোয়ালন্দ আইডিয়াল হাই স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ও এনসিটিএফ-এর সদস্য এবং উপজেলার দৌলতদিয়া সোহরাব মন্ডল পাড়ার প্রবাসী করিম মীরের মেয়ে।
উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলামের উপস্থিতিতে বাবলী প্রতিকী এ দায়িত্ব পালন করে। এ সময় বাল্যবিয়ে, নারী নির্যাতন ও নিপীড়ন বন্ধ ও মাদকদ্রব্যের নিয়ন্ত্রণ রোধে আলোচনা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. রফিকুল ইসলাম বলেন, আজকের তরুণ প্রজন্ম ও নারীরাই একদিন দেশের উন্নয়নে কাজ করবে। তাই শিশুদের ছোট থেকেই দেশের জন্য প্রস্তুত করা সকলের দায়িত্ব।
এ সময় উপস্থিত ছিলেন কেকেএস এর কর্মকর্তা আমজাদ হোসেন, রুমা খাতুন, মনঞ্জুরুল ইসলাম, প্লান ইন্টার ন্যাশনাল বাংলাদেশ ওয়াইমুভ প্রকল্প কর্মকর্তা পথিক পাল প্রমুখ।