ইজতেমার মাঠে বর্বর হামলার প্রতিবাদে মনোহরগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আরো কুমিল্লা চট্টগ্রাম পরিবেশ সারাদেশ
শেয়ার করুন...

জিএম আহসান উল্লাহঃ
বিশ্ব ইজতেমার মাঠে গভীর রাতে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের বর্বর হামলা ও কয়েকজন মুসল্লিকে হত্যার প্রতিবাদে কুমিল্লার মনোহরগঞ্জে বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় সর্বস্তরের ওলামা-মাশায়েখ ও তৌহিদী জনতা।
মঙ্গলবার বিকাল ৩টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের নাথেরপেটুয়ায় এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে স্থানীয় পুলিশ তদন্ত কেন্দ্রে স্মারকলিপি পেশ করেন বিক্ষোভকারীরা। মানববন্ধনে ও বিক্ষোভ মিছিলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় মাওলানা শামছুল আলম, তাবলীগের মুরুব্বি মাওলানা আবু বকর, মাওলানা আবদুস সহিদ, মুফতি নজরুল ইসলাম, মাওলানা নজির আহমদ, মাওলানা মাহমুদুল হাসান, তাবলীগের জিম্মাদার মাওলানা হুমায়ুন কবির, মাওলানা জাকির হোসেন, মাওলানা লোকমান হোসাইন, প্রফেসর জাহিদ, নুরুল হক ভূঁইয়া প্রমুখ।
মানববন্ধনে বিশ্ব ইজতেমার মাঠে ঘুমন্ত মুসল্লিদের উপর সা’দপন্থীদের হামলার প্রতিবাদ জানিয়ে খুনিদের দ্রুত গ্রেফতার করে ফাঁসী দেওয়ার এবং সা’দপন্থীদের তাবলীগ নিষিদ্ধের দাবী জানানো হয়।


শেয়ার করুন...

Leave a Reply

Your email address will not be published.